মালদায় স্কুলে ঢুকে বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এর পিছনে দিল্লির চক্রান্ত রয়েছে। এদিন স্কুলগুলিকে দারোয়ান নিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।বুধবার নবান্নে মমতা বলেন, ‘বাংলা জুড়ে যে চক্রান্ত করছে তার মধ্যে দিল্লি আছে আমি এখনও বিশ্বাস করি। কে বা কারা আছে আমি জানি না। কিন্তু দিল্লির চক্রান্ত এটুজেড আছে। যেখানেই বিরোধী দল ক্ষমতায় সেখানেই ডিস্টার্ব করে। আমাকে তো প্রথম থেকে করেই’।মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘হঠাৎ করে মালদার একটি স্কুলে ঢুকে গেল। ঢুকে সেখানে হঠাৎ করে বলতে শুরু করে পণবন্দি করবে। কথাটা শিখল কোথা থেকে? পণবন্দি করা যায় এভাবে এই বুদ্ধিটা কে দিল? এই বুদ্ধিটা এল কোথা থেকে’?স্কুলগুলিকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘স্কুলে তো সবাই ঢুকবে। আমি স্কুল কমিটিগুলোকে বলব। স্কুল যখন চালু হয়ে যাবে। দরকার হলে ২টো দারোয়ান রাখা যেতেই পারে স্কুলে। পুলিশের কাছে তারা সাহায্য চাইতে পারে’।এমনকী ঘটনার সঙ্গে সাইবার ক্রাইমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন মমতা। বলেন, ‘এসব পরিকল্পনা করবে। গ্রামবাংলার মানুষ সহজ সরল হয়। ভেবেছে হয়তো কোনও অভিভাবক হবে। এখন এত সহজে সব কিছু নিলে চলবে না। এই যুগটাই হচ্ছে সাইবার ক্রাইমের যুগ। একটা ফোন যেমন আমাদের সাহায্য করে তেমন একটা ফোনের মধ্যে দিয়ে বিশ্বচক্রান্তও করা যায়। আমি বলব সবাইকে একটু লোকালি কনফিডেন্স থাকার জন্য’।বুধবার দুপুরে পুরাতন মালদার একটি স্কুলে ২টি বন্দুক নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করে সে। খবর পেয়ে পুলিশ এসে তাকে কোনওক্রমে নিরস্ত করে। উদ্ধার করা হয় ছাত্রছাত্রীদের। প্রায় ১ ঘণ্টা সময় আতঙ্কে ক্লাসরুমে গুটিশুটি মেরে বসে ছিল ছাত্রছাত্রীরা।