বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Bhattacharya: 'বেশিরভাগ বেডরুমের ভেতরে তৈরি হয়,' এক্সিট পোলের সঙ্গে মেলেনি দেবাংশুর অঙ্ক
পরবর্তী খবর
এবারের দিল্লি ভোটে কী হতে পারে তা নিয়ে একাধিকবার লিখেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে আসন ধরে ধরে হিসেবও দিয়েছিলেন। সবক্ষেত্রে তিনি এগিয়ে রেখেছিলেন আপকে। তবে দেবাংশু অবশ্য জানিয়ে দিয়েছিলেন এটা কোনও ওপিনিয়ন বা এক্সিট পোল নয়। এটা পুরো অঙ্ক।
তবে দেবাংশুর অঙ্ক কি মিলবে এবারের দিল্লি ভোটে? কিন্তু প্রাথমিকভাবে সিংহভাগ এক্সিট পোলের হিসাবে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে।
তবে দেবাংশু এবার লিখেছেন, 'এখনকার দিনে বেশিরভাগ এক্সিটপোলই বেডরুমের ভেতরে হয়।' তবে দেবাংশু এই মন্তব্য লিখতেই ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা।