আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায়। তাদের জেরা করে এই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন।
ধৃত এই যুবতী
ঋণ অ্যাপে প্রতারণা–চক্রের মাস্টারমাইন্ড–কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত এই যুবতী দুবাই থেকে বসে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। এই নিয়ে বিস্তর অভিযোগও জমা পড়েছে বলে দাবি কলকাতা পুলিশের। এবার এই যুবতী দুবাই থেকে মুম্বইয়ে এসে বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ই তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায়। তাদের জেরা করে এই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আর সব নথি তখনই জোগাড় করে ফেলা হয়।