নিউটাউনের একটি নির্মীয়মান আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম দিলীপ সিং (৩৫)। রবিবার সকালে এই মর্মান্তির দুর্ঘটনা হয়। ওই শ্রমিক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নির্মীয়মান আবাসনটির পাঁচতলার ছাদের ঢালাই চলছিল। সেই সময় দিলীপ সিং হঠাৎ নীচে পড়ে যান। অন্যান্য শ্রমিকরা আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তিনি মারা যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার থানার পুলিশ। তারা দিলীপ সিংয়ের সঙ্গে কর্মরত অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদও করে। কি করে পাঁচতলার ছাদ থেকে পড়ে গেলেন দিলীপ সিং তা বোঝার চেষ্টা করছে।
আরও পড়ুন। মধ্যরাতে রাস্তার ওপর বন্ধুর জন্মদিনের আয়োজন, লরির চাকায় প্রাণ গেল ২ যুবকের
মৃত শ্রমিকের এক সহকর্মী বলেন, 'সকালে ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছিল। আমাদের সঙ্গে ও কাজ করছিল। হঠাৎ জোরে কিছু পড়ার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি ও পড়ে রয়েছে। তখনও বেঁচে ছিল। আমরা ওকে ওখান থেকে তুলে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিই। কিন্তু পথে দিলীপ মারা যায়।'
এই ঘটনার পর প্রশ্ন উঠছে শ্রমিক নিরাপত্তা নিয়ে। যদিও এ নিয়ে ওই আবাসনের মালিকের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে নিউটাইন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অসাবধানতাবশত ওই শ্রমিক পড়ে গিয়েছেন।