বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kunal Ghosh on Firhad Hakim Controversy: 'ওই বিপ অংশ...', এবার কুমন্তব্যকাণ্ডে ফিরহাদ হাকিমকে নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ
পরবর্তী খবর
সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে সম্প্রতি রেখা পাত্রকে 'হেরো মাল' বলে উল্লেখ করে চরম অস্বস্তিতে ফিরহাদ হাকিম। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রীর পক্ষে তাই এবার ব্যাট করতে ময়দানে নামলেন কুণাল ঘোষ। এই 'কুমন্তব্য কাণ্ডে' কুণালের যুক্তি, সেই বক্তৃতাতেই রেখা পাত্রকে 'ভদ্রমহিলা' বলে সম্বোধ করেছিলেন ফিরহাদ। এই আবহে ফিরহাদ কোনও ভাবেই রেখাকে অসম্মান করতে চাননি। বরং ফিরহাদের বক্তব্যের সেই 'হেরো মাল' অংশটি চালিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে কুণালের পালটা অভিযোগ। (আরও পড়ুন: চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে বাহিনীর হামলার অভিযোগ, বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের)