রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষায় রাখা হচ্ছিল ‘উইনার্স’ বাহিনীকে। এই বাহিনী নিজেদের কাজের মাধ্যমে প্রশংসা অর্জন করেছিল। এই ‘উইনার্স’ বাহিনী আসলে কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী। তবে এখন আর তাঁদের রাতের কলকাতায় রাখা হচ্ছে না বলে সূত্রের খবর। এখন তাঁদের দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং রাজভবনের আশপাশে। তাও দিনের বেলায়। এমন ডিউটি পাচ্ছেন তাঁরা। এই বাহিনীর ডিউটি কেন বদলে গেল? রাতে মহিলাদের নিরাপত্তা তাহলে কারা দেখবেন? এইসব প্রশ্ন উঠছে। লালবাজার সূত্রে খবর, এটা সম্পূর্ণই প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী নিজে উইনার্স বাহিনীর কাজে খুব খুশি। তাই তাঁর নির্দেশে এই দুই দায়িত্ব দেওয়া হয়েছে।
কারা এই উইনার্স বাহিনী? পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে উইনার্স বাহিনী গড়ে ওঠে। তখন পুলিশ কমিশনারের দায়িত্বে রাজীব কুমার। রাতে শহরের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনী গড়ে ওঠে। মহিলা পুলিশকর্মীদের পিটিএস বিভাগে দেওয়া হয় প্রশিক্ষণ। মোটরবাইকে চেপে এই উইনার্স বাহিনী শহর চষে বেড়াত। মার্শাল আর্টস জানা এই বাহিনী আধুনিক সব আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে জানে। এই বাহিনীর সদস্য সংখ্যা এখন ৫০। এই উইনার্স বাহিনীর জেরেই রাতের পথে মহিলাদের উত্ত্যক্ত করা এবং যৌন হেনস্থা করার ঘটনা কমে যায়।
আরও পড়ুন: বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জামালের দুয়ারে বনকর্মীদের হতাশা
উইনার্স বাহিনীর কাজ কী? দুর্গাপুজো–কালীপুজোর সময় ভিড় সামলান তাঁরা। ২০২২ সালের অগস্ট মাসে প্রথম মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হয় উইনার্স বাহিনীকে। তখন বন্ধ থাকে রাতের টহলদারি। মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তায় কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত রাখা হতো উইনার্স বাহিনীকে। পরে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় রাতে ডিউটি করত উইনার্স বাহিনী। হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত টহল দিত উইনার্স বাহিনী। কিন্তু এখন রাতের ডিউটির বদলে দিনে মুখ্যমন্ত্রীর বাড়ি ও রাজভবন এই দু’টি জায়গায় আলাদা দল ভাগ করে কাজ করানো হচ্ছে। সামনে ১৫ অগস্ট। তার প্রস্তুতিও চলছে রেড রোডে।