কলকাতায় ফের উদ্ধার রক্তাক্ত দেহ। আজ মঙ্গলবার সকালে শ্যামবাজার এভি স্কুলের প্রধান গেটের একেবারে সামনেই একটি পুলিশ কিয়স্কের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ থেঁতলানো অবস্থায় পাওয়া গিয়েছে। এছাড়াও মাথায় আঘাতের চিহ্ন আছে। এই অবস্থায় এটি খুনের ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। তবে স্থানীয়রা বছর ৪৫–এর ওই ব্যক্তির মুখ চিনলেও তার নাম বলতে পারেননি। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
আরও পড়ুন: ফের কুপিয়ে খুন, সাত সকালে লেদার কমপ্লেক্সে শ্বশুরকে কুপিয়ে খুন করল ভাগ্নীজামাই
এদিন সাত সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখলে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি পুলিশের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁর মুখ পাথর বা ইট জাতীয় ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রক্তের ছাপ রয়েছে। এভাবে পুলিশ কিয়স্কের সামনে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ব্যক্তি পেশায় একজন রাঁধুনি ছিলেন। সম্ভবত তিনি এলাকার একটি হোটেলে রাঁধুনি হিসেবে কাজ করতেন। তাঁর দেহের পাশে রান্না করার সরঞ্জামও পড়েছিল। এই অবস্থায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পাম্প কর্মী। তিনি প্রথম দেহটি পড়ে থাকতে দেখেন। এরপর তিনি কিয়স্কে কর্তব্যরত পুলিশকে ডেকে মৃতদেহ পড়ে থাকার বিষয়টি জানান। পরে ওই পুলিশকর্মী ঊর্ধতন কর্তৃপক্ষকে জানালে নিয়ম অনুযায়ী দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।