সোমবার থেকে কলকাতা মেট্রোর তিনটি লাইনে পরিষেবা বাড়ানো হচ্ছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ এবং পার্পল লাইনে মেট্রোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনটি লাইনেই আরও সকাল থেকে মেট্রো চালু করা হবে। আর পার্পল লাইনে রাতে আরও বেশিক্ষণ মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে। ওই তিনটি মেট্রো লাইনের টাইমটেবিল, প্রথম মেট্রোর সময় এবং শেষ মেট্রোর সময় দেখে নিন।
শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর টাইমটেবিল
আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ অংশে দিনে ১০৬টি ট্রেন (৫৩টি আপ এবং ৫৩টি ডাউন) চালানো হয়। সোমবার থেকে ১০৮টি মেট্রো চালানো হবে। ৫৪টি মেট্রো শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে যাবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার দিকে আসবে ৫৪টি মেট্রো। প্রতি সোমবার থেকে শনিবার সেই নিয়মেই মেট্রো চলবে।
১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৩৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৪০ মিনিট।
৩) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৩৫ মিনিট।
৪) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।
আরও পড়ুন: চালকবিহীন ট্রায়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোয়! কাউন্টডাউন শুরু শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের
এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রোর টাইমটেবিল
সোমবার থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন-২ হিসেবে পরিচিত হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে দৈনিক ১৩৪টি ট্রেন চালানো হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে যাবে ৬৭টি মেট্রো। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে ৬৭টি মেট্রো যাবে। আপাতত দৈনিক ১৩০টি মেট্রো চালানো হয়। সেই পরিস্থিতিতে সকাল সাতটার পরিবর্তে সকাল ছ'টা ৩০ মিনিট থেকে পরিষেবা চালু হবে।।
১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৩০ মিনিট।
২) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৩০ মিনিট।
৩) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৫ মিনিট।
৪) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৫ মিনিট।
আরও পড়ুন: কলকাতা মেট্রোর ২ লাইন মিশে যাচ্ছে, শুরু কাজ, ঘিরে দেওয়া হল রাস্তা, কোথায় হবে?
কলকাতা মেট্রোর পার্পল লাইনের টাইমটেবিল
কলকাতা মেট্রোর পার্পল লাইন বলতে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশকে বোঝায়। ওই লাইনেও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক আটটি বেশি মেট্রো চালানো হবে। এখন দিনে ৭২টি মেট্রো (৩৬টি আপ এবং ৩৬টি ডাউন) চালানো হয়। আর সোমবার থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৮০টি (৪০টি আপ এবং ৪০টি ডাউন)। ফলে সকাল আটটার পরিবর্তে সকাল ছ'টা ৫০ মিনিটেই প্রথম মেট্রো মিলবে। একইভাবে রাতেও আরও বেশিক্ষণ মেট্রো চালানো হবে।
আরও পড়ুন: বড় কাজ হবে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, বাঁচবে সময়, সোম থেকে বিশেষ বাস, কখন?
১) জোকা থেকে মাঝেরহাটগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।
২) মাঝেরহাট থেকে জোকাগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ১৪ মিনিট।
৩) জোকা থেকে মাঝেরহাটগামী শেষ মেট্রো: রাত ৮ টা ৩৬ মিনিট।
৪) মাঝেরহাট থেকে জোকাগামী শেষ মেট্রো: রাত ৮ টা ৫৭ মিনিট।