এই কথা এখন চাউর হয়ে গিয়েছে। তাতে অনেকটা নিশ্চিন্তবোধ করছেন পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হবে না। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে সারাদিন ৭৩টি করে আপ–ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেন চলে। এবার সেটা বদলে ১৪৬টি মেট্রো চলবে। যা বাড়তি সুবিধা দেবে পরীক্ষার্থীদের।
অতিরিক্ত মেট্রো চালানো হবে।
আগামী রবিবার (২৮ মে) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষার দিনে বড় সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই এই দিনে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চালানো হবে। যাতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে গিয়ে অসুবিধায় না পড়ে। সাধারণত প্রত্যেক রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৩০টি মেট্রো চলে। এবার ওই দিনটিতে চলবে ১৪৬টি। আবার দু’ঘণ্টা আগে থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর–কবি সুভাষ ট্রেনের সময়সূচিতে বদল করা হল। ২৮ মে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সকাল ৭টায় প্রথম মেট্রো চলবে।
এই মেট্রো বৃদ্ধি এবং সূচি বদল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেক রবিবারগুলিতে সকাল ৯টায় কবি সুভাষ–দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয়। তবে আগামী রবিবার (২৮ মে) সকাল ৭টা থেকে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। এই সিদ্ধান্ত নেওয়া হয় শুধু পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে। তবে শেষ পরিষেবার কোনও পরিবর্তন করা হচ্ছে না। সম্প্রতি মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। তাই ৬ মে থেকে ১১ জুন—প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল ১০টায় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে বলে আগেই জানান মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে ২৮ মে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এই কথা এখন চাউর হয়ে গিয়েছে। তাতে অনেকটা নিশ্চিন্তবোধ করছেন পরীক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হবে না। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে সারাদিন ৭৩টি করে আপ–ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেন চলে। এবার সেটা বদলে ১৪৬টি মেট্রো চলবে। যা বাড়তি সুবিধা দেবে পরীক্ষার্থীদের। অর্থাৎ মেট্রোর জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।