কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের গৌরব ফেরাতে বড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। শনিবার এই নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু মুখ খোলেন। তিনি দাবি করেন, শীঘ্রই কলকাতা বিমানবন্দর থেকে ১০০টি করে উড়ান ওঠা-নামা করবে। পুরনো ইতিহাস তুলে ধরে তিনি বলেন, 'একটা সময়ে এই বিমাবন্দর থেকে লন্ডন এবং প্যারিসের সরাসরি উড়ান ছিল।' উল্লেখ্য, কলকাতা বিমাবন্দরের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে এই সব কথা বলেন রামমোহন। (আরও পড়ুন: বিধি বদল কমিশনের, ভোটের বৈদ্যুতিন নথি আর হাতে পাবে না জনসাধারণ, কী বলল কংগ্রেস)
আরও পড়ুন: ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক বিক্রির উপর ১৮% GST, কী বলছেন বিরোধীরা?
আরও পড়ুন: হাসিনা জমানায় 'গুম কাণ্ডে' ভারত যোগ? চাঞ্চল্যকর দাবি ইউনুসের তদন্ত কমিশনের
রামমোহন বলেন, 'বর্তমানে কলকাতা থেকে ১৫টি আন্তর্জাতিক ও ৪৯টি ঘরোয়া উড়ান আছে। আমরা অদূর ভবিষ্যতে কলকাতা থেকে আন্তর্জাতিক এবং ঘরোয়া উড়ানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য কলকাতাকে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে পরিণত করা। উভয় সেক্টরে প্রতিদিন ১০০ টিরও বেশি উড়ান পরিচালনা করা।' মন্ত্রী বলেন, কেন্দ্রের প্রচেষ্টা ও রাজ্যের সমর্থনের ফলে প্রতিদিন কলকাতা বিমানবন্দর ব্যবহারকারী বিমানের সংখ্যা ২৬৪ থেকে বেড়ে ৪০০ হয়েছে। তিনি আরও যোগ করেছেন, বিমানবন্দরে বার্ষিক যাত্রী সংখ্যা ২.৬ মিলিয়ন থেকে বাড়িয়ে ৪ মিলিয়নেরও বেশি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তিনি জানান, এই লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। এদিকে তৃণমূল সাংসদ তথা বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সৌগত রায় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করেন, কলকাতা থেকে যাতে আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক উড়ান পরিচালনা করা হোক। (আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে 'রেড নোটিশ' জারি ইন্টারপোলের, এবার কী হবে?)
আরও পড়ুন: ২ কেন্দ্রে ভোটার লিস্টে নাম আনসারুল্লা বাংলা টিমের জঙ্গির! চোখ কপালে গোয়েন্দাদের
এর আগে গত জুলাই মাসের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের জন্যে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের একটি নয়া টার্মিনাল তৈরি করা হবে। পুরনো ডোমেস্টিক টার্মিনাস এবং এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) ভবন ভেঙে ফেলে সেখানে নয়া টার্মিনাল তৈরির কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এদিকে কলকাতা বিমাবন্দরের জন্যে ইতিমধ্যেই নতুন একটি এয়ার ট্রাফিক সার্ভিসের ভবন তৈরি করা হয়েছে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইটের কেন্দ্র হিসেবে কলকাতাকে স্থাপন করতেই এই সম্প্রসারণের প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। কলকাতা বিমানবন্দরের বর্তমান যে টার্মিনাল আছে, সেটির যাত্রী ক্ষমতা বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে। আর নয়া টার্মিালটি 'U' আকারের হবে বলে জানা গিয়েছে। ততে তিনটি ভিন্ন সেকশন থাকবে।