আদি গঙ্গা রক্ষায় এবং ময়লা ফেলার প্রবণতা কমাতে কলকাতা পুরসভা পদক্ষেপ করছে। নদীর পাড় জুড়ে বেশ কয়েকটি জায়গায় লোহার জাল দিয়ে ফেন্সিং করা শুরু হয়েছে। এরফলে অসচেতন নাগরিকরা প্যাকেট ভর্তি আবর্জনা বা ময়লা আদি গঙ্গায় ফেলতে পারবেন না। তবে আদিগঙ্গাকে পরিষ্কার রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: উচ্ছেদ হতে হবে না, পাকা ঠিকানা পাবেন আদিগঙ্গার দখলদাররা, উদ্যোগী কলকাতা পুরনিগম
টালিনালার উপরে থাকা প্রায় ৩৫টি ছোট ছোট সেতুর দু’ধারেই এই লোহার নেট বসানো হয়েছে। এর ফলে আদি গঙ্গায় সরাসরি ময়লা ফেলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আদি গঙ্গার পুরো দৈর্ঘ্য জুড়ে এখনও এই কাজ সম্পূর্ণ হয়নি। বাকি অংশে লোহার জাল দিয়ে ফেন্সিং করার জন্য কলকাতা পুরসভা রাজ্যের কাছ থেকে আরও অর্থ বরাদ্দের আবেদন করেছে। কিছু জায়গায় অনুপ্রবেশ ও জবরদখলের কারণে এই কাজ এখনও শেষ করা সম্ভব হয়নি বলেও জানান সংশ্লিষ্ট আধিকারিকরা।
কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আধিকারিক জানাচ্ছেন, আদি গঙ্গার দু’পাড়ে মোট প্রায় ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ফেন্সিং করার লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার অংশে কাজ শেষ হয়েছে। বরাদ্দ পাওয়া অর্থের ভিত্তিতেই ধাপে ধাপে কাজ এগিয়ে চলছে। আগের কয়েক বছরে টালিনালার উপরে কালীঘাট সেতুতে প্রথম লোহার নেট বসানো হয়েছিল। এর পর কালীঘাটে আদি গঙ্গার পাড়েও একই ধরনের ফেন্সিং করা হয়। এরপর ধাপে ধাপে আলিপুর, চেতলা ও গড়িয়ার বিভিন্ন জায়গায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।