Jyotipriya Mallick Update: কলকাতায় আরও নামল পারদ, এই ঠান্ডাতেই SSKM-এর বিছানা ছেড়ে জেলে ফিরলেন বালু, মিলল ক'টা কম্বল?
1 মিনিটে পড়ুন Updated: 14 Jan 2024, 07:12 AM ISTশনিবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল জ্য়োতিপ্রিয়কে। এরপর রাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরেন মন্ত্রী। রিপোর্টে জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশের যে সেলে বালুকে প্রথমে রাখা হয়েছিল, গতকালও সেই সেলেই ফেরানো হয় তাঁকে।
জ্যোতিপ্রিয় মল্লিক