বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Junior Doctors Protest Latest Update: ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ ঘিরে চরম নাটক বৃষ্টিস্নাত রাতে! তাও দমলেন না ডাক্তাররা
পরবর্তী খবর
এর আগে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়েই অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় ত্রিপল খাটিয়ে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছিল আন্দোলনস্থলকে। পরে যদিও সেখান থেকে ত্রিপল, ফ্যান খুলে নিয়ে গিয়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে। এবার সেই একই অভিযোগ উঠল ধর্মতলায়। গতকালই মিছিল করে ধর্মতলায় গিয়ে আরও তীব্র আন্দোলনের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। যদিও কর্মবিরতি তাঁরা প্রত্যাহার করে নেন। তবে এই সবের মাঝেই তাঁদের মঞ্চ ঘিরে তৈরি হয় চরম নাটকীয় পরিস্থিতি। (আরও পড়ুন: একাকিত্বে ভুগছে সঞ্জয়, আরজি কর কাণ্ডে ধৃতকে নিয়ে আদালতে বড় দাবি আইনজীবী কবিতার)