টলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষ। আর সেই নাম করে একের পর এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এমনকী প্রতারণা করার অভিযোগও উঠেছে। পোর্টফোলিও তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে যুবতীদের ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নিজের নাম খারাপ হচ্ছে খবর পেতে শুরু করেছিলেন তথাগত ঘোষ। তাঁর নাম কারা ব্যবহার করে এসব কাণ্ড করছে? এই প্রশ্ন তুলেই যাদবপুর থানায় অভিযোগ জানান তথাগতবাবু। তারপরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্ল্যামার দুনিয়ায় কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নগ্ন ছবি তুলত এই দুই যুবক।
পুলিশ সূত্রে খবর, ওই নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো। তারপরই ধর্ষণ করত এই দুই যুবক। সামনে ব্যবহার করা হতো টলিউডের বিখ্যাত ফটোগ্রাফারের নাম। অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। রাইমা সেন থেকে প্রিয়াঙ্কা সরকার, যিশু সেনগুপ্তের মতো টলিউড তারকাদের ছবি তোলেন তথাগত ঘোষ। তাঁর জনপ্রিয়তা অনেক। এই ফটোগ্রাফার যাদবপুর থানার দ্বারস্থ হয়ে অভিযোগ করেন। প্রতীক পাল ওরফে সায়ন এবং তপন পাল ওরফে অনিকেত বসুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সায়ন পাল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা। তপন পাল নৈহাটির বাসিন্দা। প্রতীক এবং তপন ফটোগ্রাফিকে সামনে রেখে তথাগত ঘোষের নাম করে একাধিক যুবতীকে ধর্ষণ করেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করেছে।
আরও পড়ুন: পড়াশোনায় মনযোগ না দেওয়ায় বকুনি বাবার, অভিমানে আত্মহত্যা বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর