বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > IMA Writes letter to Mamata: 'সরকার চাইলেই...', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার আর্জি
পরবর্তী খবর
'জুনিয়র ডাক্তাররা যে দাবি জানিয়েছেন, কর্মক্ষেত্রের জন্যে সেগুলি বাধ্যতামূলক শর্ত। এগুলি কোনও বিলাসিতার জাবি নয়।' এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁদের সাফ বক্তব্য, সরকার চাইলেই জুনিয়র ডাক্তারদের দাবিগুলি পূরণ করতে পারে। এই আবহে অবিলম্বে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দিকে মমতাকে নজর দিতে বলেছে আইএমএ। চিঠিতে লেখা হয়ছে, 'সমগ্র ভারতের চিকিৎসকেরা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।' পাশাপাশি মমতার উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, 'আমরা সবাই বিশ্বাস করি, আপনি জুনিয়র ডাক্তারদের জীবন বাঁচাবেন। আইএমএ-র তরফে আমরা যে কোনও সহায়তা করতে প্রস্তুত।' (আরও পড়ুন: গভীর রাতে অবস্থার অবনতি, অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতকে ভরতি করা হল হাসপাতালে)