নিয়োগ দুর্নীতি মামলায় যখন জামিনের জন্য মরিয়া লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন উলটে তাঁর বিপদ আরও বাড়ল। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন করলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতার বিশেষ PMLA আদালত। একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন কল্যাণময়। সেই আবেদনও বিবেচনা করছে আদালত।
আরও পড়ুন - ‘দলের থেকে জাত আগে’ বলতেই হুমায়ুন কবিরকে শো-কজ করল তৃণমূল
পড়তে থাকুন - দুধেল গাইয়ের দুধ খাচ্ছেন মমতা আর লাথি খাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা: সুকান্ত
জানা গিয়েছে চলতি সপ্তাহেই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন কল্যাণময়। একই সঙ্গে চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি ক্ষমা করে দেওয়ার আবেদন করেন তিনি। রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করে কল্যাণময়কে আদালতে গোপন জবানবন্দি দিতে বলেন বিচারক। সঙ্গে তিনি বলেন, কল্যাণময় সব সত্যি কথা বললে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ক্ষমা করার ব্যাপারে বিবেচনা করবে আদালত। শ্বশুরের বিরুদ্ধে জামাই রাজসাক্ষী হওয়ায় পার্থর বাকি জীবনটা জেলেই কাটতে চলেছে বলে মনে করছেন আইনজ্ঞরা।
আরও পড়ুন - কারাবাসের বর্ষপূর্তিতে ইডির সিদ্ধান্তে বড় ধাক্কা খেল সন্দেশখালির শাহাজাহান