তিলোত্তমার বাতাস আগে থেকেই বিষাক্ত। এবার কলকাতার জলও বিষাক্ত হয়ে উঠছে। সম্প্রতি মহানগরের ভূগর্ভস্থ জলের নমুনা পরীক্ষা করে এমন তথ্য উঠে এসেছে। যা রীতিমতো উদ্বেগ তৈরি করেছে পরিবেশবিদদের মধ্যে। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের গবেষকরা কলকাতা ও শহরতলির একাধিক এলাকার ভূগর্ভস্থ জল পরীক্ষা করেছেন। তাদের সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশ হয়েছে গ্রাউন্ড ওয়াটার ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট নামে একটি গবেষণাপত্রে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরীর নেতৃত্বে এই গবেষণা চালানো হয়েছিল। তিনি ছাড়াও গবেষকদের দলে ছিলেন অয়ন দে, মধুরিমা জোয়ারদার, দীপাঞ্জন মৃধা প্রমূখ গবেষকরা।কলকাতা পুরসভার কিছু জায়গা-সহ রাজপুর সোনারপুর পুরসভার একাধিক জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করেছিলেন তারা। যার মধ্যে রাজপুর সোনারপুরের দুটি ওয়ার্ডের জল মারাত্মকভাবে বিষাক্ত বলে গবেষণায় তারা জানতে পেরেছেন। ওই দুটি ওয়ার্ডের ভূগর্ভস্থ জলে মাত্রাতিক্ত ফ্লুয়োরাইড পাওয়া গিয়েছে। শুধু ফ্লুয়োরাইড নয়, আর্সেনিকও রয়েছে সহনমাত্রার উপরে। যা উদ্বেগজনক বলেই মনে করছেন গবেষকরা। গবেষকদের আশঙ্কা, ওই জল অপরিশোধিত অবস্থায় মানবদেহে প্রবেশ করলে বিষক্রিয়া ঘটাতে পারে। শুধু তাই নয়, গাছ এবং ফলেও আর্সেনিক প্রবেশ করছে। যা খেলে মানবদেহে বিষক্রিয়া হতে পারে বলেও তারা জানাচ্ছেন। এই অবস্থায় সেখানে পরিশোধন কেন্দ্র তৈরি করা উচিত বলেই তারা মনে করছেন।কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্ষদের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র রাজ্যের আটটি জেলাতে ভূগর্ভস্থ জলে আর্সেনিকের আছে। নতুন করে কলকাতার উপকণ্ঠে আর্সেনিক পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের কপালে।