আবার পাতালপথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর তার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। একইসঙ্গে মেট্রোয় আগুন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন যাত্রীরা। আজ, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখতে পান যাত্রীরা। মেট্রোয় আগুন আতঙ্ক ফেরায় রবীন্দ্রসদন স্টেশনে হইহই কাণ্ড বেঁধে যায়। নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে ধোঁয়া দেখা যাওয়ায় যাত্রীদের নামিয়ে খালি করা হল মেট্রোর রেক। তার জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। কী কারণে ধোঁয়া দেখা গেল? জানতে চলছে পরীক্ষা।
এদিকে রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসতেই যাত্রীদের ওই মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। অফিসটাইমে এই ঘটনায় নিত্যযাত্রীদের গন্তব্যে যেতে দেরি হয়ে যায়। চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। বারবার এমন ঘটনা ঘটায় বিরক্ত মেট্রোর যাত্রীরা। কয়েকদিন পর পরই মেট্রোতে আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখা যাওয়ার ঘটনা ঘটে। তাই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
অন্যদিকে মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও সঠিক কোনও তথ্য দেওয়া হয়নি। কীভাবে আগুন লাগল? এখন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই আতঙ্কের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্য়াহত হয় মেট্রো পরিষেবা। এই মেট্রো যাত্রী নিয়ে নিউ গড়িয়া রওনা হয়েছিল। কিন্তু রবীন্দ্র সদন ঢোকার আগেই ট্রেনের পিছন দিক থেকে আগুনের শিখা দেখা যায় বলে যাত্রীদের অভিযোগ। তাই তড়িঘড়ি তাঁদের নামিয়ে দেওয়া হয়।