সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনার তদন্তে সিবিআই তৎপরতা শুরু করতেই সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সব ব্যাটাকে টাইট দিতে হবে। সুকান্তবাবু বলেন, শাহজাহান যেমন ইডির ফোন – ল্যাপটপ ভাঙার নির্দেশ দিয়েছিলেন তেমন সিবিআইয়ের উচিত শাহজাহানের অনেক কিছু ভাঙা।
আরও পড়ুন: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান
শুক্রবার শিবরাত্রি উপলক্ষ্যে কলকাতার ভূকৈলাস মন্দিরে পুজো দেন সুকান্তবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সেদিন যারা যা করেছিল তাদের সবাইকে পাপের শাস্তি ভোগ করতে হবে। পাতালে লুকিয়ে থাকলেও তাদের টেনে বার করা হবে। কেঁচো যেমন মাটির তলায় লুকিয়ে থাকলে নুন জল দিলে বেরিয়ে আসে, তেমন সিবিআই এমন নুন জল দেবে যে সব কিলবিল করে বেরিয়ে আসবে’।
আরও পড়ুন: সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে বড় প্রশ্ন উঠল আদালতে
তাঁর আশ্বাস, ‘সব ব্যাটা গ্রেফতার হবে। চিন্তার কিচ্ছু নেই। শেখ শাহজাহানকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল আর যখন সিবিআই নিয়ে যাচ্ছিল, আপনারা নিশ্চই ২টি দৃশ্যের পার্থক্য ভালো করে বুঝে গেছেন। সন্দেশখালিতে ইডির ওপর যারা হামলা করেছিল তাদের বুকে কাঁপুনি ধরানোর জন্য ওই ছবিই যথেষ্ট। তৃণমূলের অনেক নেতার বুকে এখন কাঁপুনি হবে, ব্যথাও হবে। অনেকে SSKMএ ভর্তিও হবে’।