রেশন দুর্নীতিকাণ্ডে আরও ৩ জন চালকল মালিককে গ্রেফতার করল ইডি। দীর্ঘ জেরার পর সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে রেশনের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। ধৃতদের আজ ইডির বিশেষ আদালতে পেশ করবেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, প্রভাবশালীদের মদতে রাজ্যের বিভিন্ন চালকল থেকে রেশনের চাল খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ন্যায্য মূল্যে সরকারি টাকায় কেনা ধান থেকে যে চাল তৈরি হয়েছে তা চলে গিয়েছে খোলা বাজারে। এই দুর্নীতির তদন্তে রাজ্যের বহু চালকলে তল্লাশি চালিয়েছিল ইডি। উদ্ধার হয়েছিল চালকলের হিসাবের খাতাসহ বহু নথি। সেই সব নথি খতিয়ে দেখে ৩ চালকল মালিককে সনাক্ত করেন তদন্তকারীরা। তাদের জেরার প্রক্রিয়া চলছিল ইডির তরফে। কিন্তু হিসাবের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সোমবার রাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে তদন্তকারী সংস্থা সূত্রে। ইডির তরফে জানানো হয়েছে, ধৃত ৩ চালকল মালিক সরাসরি দুর্নীতিতে যুক্ত। প্রভাবশালীদের মদতে খোলা বাজারে রেশনের চাল বিক্রি করেছেন তাঁরা। এদের মধ্যে একজন পলাতক ছিলেন। সোমবার তাঁকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ধৃতদের বিধাননগরে ইডির দফতরে নিয়ে আসা হয়। এদিন তাদের ইডির বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। ফলে সিবিআইও এদের বিরুদ্ধে সমান্তরাল তদন্ত করুক, আদালতে এই আবেদন জানাতে চলেছে তারা।