আবার ধাক্কা খেলেন বিধায়ক নির্মল মাজি। কারণ ৬২ হাজার চিকিৎসকের নিয়ন্ত্রক সংস্থা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন শুরু হয়েছে। কিন্তু এই সংস্থার নির্বাচনে নাম নেই প্রাক্তন সভাপতি চিকিৎসক নির্মল মাজির। এই নির্মল মাজিই বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার অবতার। তারপরও দেখা গেল, প্যানেলে নাম নেই নির্মল মাজির।
বিষয়টি ঠিক কী ঘটেছে? রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার ওই নির্বাচনের জন্য মোট ১৪ জনের নামের তালিকা ঘোষিত হতে চলেছে। যার মধ্যে ৭ জন শিক্ষক চিকিৎসক এবং ৭ জন অশিক্ষক চিকিৎসক রয়েছেন। সেই তালিকায় নাম নেই চিকিৎসক–বিধায়ক ডাঃ নির্মল মাজির। আর তা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। আগেও নানা জায়গা থেকে তাঁকে সরে আসতে হয়েছিল। এবার এখান থেকেও মুছে গেল নির্মল মাজির নাম।
ঠিক কী বলছেন নির্মল মাজি? এই বিষয়ে একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আমি কাজ করব। আর তৃণমূলপন্থী প্যানেলের সমস্ত প্রার্থীকে জেতানোর আপ্রাণ চেষ্টা করব।’ উল্লেখ্য, দীর্ঘদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে ছিলেন বিধায়ক নির্মল মাজি। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাঁকে সরিয়ে একটি অ্যাড হক কমিটি গঠন করে রাজ্য। যার মাথায় বসানো হয়েছে ডা. সুদীপ্ত রায়কে। নানা বিতর্কিত মন্তব্য থেকে করোনাভাইরাসের ইঞ্জেকশন উধাও হয়ে যাওয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায়।