Dakshineswar: দক্ষিণেশ্বর যাবে হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায়, নির্দেশ মমতার Updated: 25 Oct 2024, 07:08 PM IST Satyen Pal এবার দক্ষিণেশ্বর আর ব্যারাকপুরের আওতায় থাকবে না। এটা চলে যাচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায়। জানালেন মুখ্যমন্ত্রী।