গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সংক্রমিত নতুন ৮৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৮ জন। বৃহস্পতিবার রাতে এই তথ্য প্রকাশ করেছে নবান্ন।এ দিন রাত ৮টায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ প্রকাশিত বুলেটিনে জানা গিয়েছে, গত ২৪ গণ্টায় মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। পাশাপাশি, এই সময়কালে নতুন ৮৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যুর জেরে রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৩। গত ২৪ ঘণ্টায় মোট ৫,২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে রায স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে নতুন ৮৭টি করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে। এর জেরে রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১,৩৯৪। পাশাপাশি, করোনা সংক্রমণের শিকার হয়েও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের মোট ৭৬৮ জন বাসিন্দা।