Coronavirus in Kolkata: কলকাতার মাত্র ২৫ টি ওয়ার্ডে নেই একটাও A কনটেনমেন্ট জোন!
1 মিনিটে পড়ুন Updated: 02 Jun 2020, 12:47 PM IST-
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ জুন পর্যন্ত ওই এলাকাগুলিতে লকডাউনে কোনওরকম বিধিনিষেধ শিথিল হবে না। শুধু অত্যাবশ্যকীয় গতিবিধি বা কাজে ছাড় মিলছে। তবে বাফার বা ‘বি’ এবং ক্লিন বা ‘সি’ জোনে শর্তসাপেক্ষে বিভিন্ন গতিবিধিতে অনুমতি দেওয়া হচ্ছে।