চলছে রমজান মাস। এই উপলক্ষে সদর দফতর বিধানভবনের সামনে ইফতার পার্টির আয়োজন করতে চাইছে প্রদেশ কংগ্রেস। কিন্তু, তাতে অনুমতি দেয়নি পুলিশ। এই অবস্থায় ইফতার পার্টির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হল প্রদেশ কংগ্রেস। বুধবার এ বিষয়ে কংগ্রেসের তরফ থেকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। তাতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন: কট্টরপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েও পুরোনো সুরই ভাঁজলেন নাহিদ
মামলার বয়ান অনুযায়ী, কংগ্রেসের তরফে এই ইফতার পার্টির আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান শামীম আক্তার। প্রথমে গত ৯ মার্চ বিধানভবনের সামনে ইফতার পার্টির আয়োজন করতে চেয়েছিল কংগ্রেস। এর জন্য গত ২২ ফেব্রুয়ারি তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। তবে পুলিশ তাতে আপত্তি জানিয়ে অনুমতি দেয়নি। তখন পুলিশের অনুমতি না পাওয়ায় এবার আগামী ২৩ মার্চ ইফতার পার্টির আয়োজন করতে চেয়েছে প্রদেশ কংগ্রেস। কিন্তু, এক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা। আবারও অনুমতি দেয়নি পুলিশ। তাই অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছে দলটি।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার দ্রুত শুনানির আর্জি জানান কংগ্রেসের আইনজীবী। তার ভিত্তিতে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। চলতি সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।