সদ্য কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। আর তাতে বেশ অক্সিজেন পেয়েছে এই রাজ্যের প্রদেশ কংগ্রেস। দীর্ঘদিন তাঁদের বড় কোনও আন্দোলন বা সভা বাংলার মানুষ দেখেননি। সামনে পঞ্চায়েত নির্বাচন। আবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই দুইয়ের প্রেক্ষাপটে এবার কলকাতার বুকে শহিদ মিনার চত্বরে বিশাল জনসভার ডাক দিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী এই সভার ডাক দিয়েছেন। তিনিই নেতৃত্ব দেবেন শহিদ মিনারের জনসভার।
কবে এই জনসভা হতে চলেছে? এই জনসভায় রাজ্য কংগ্রেসের প্রত্যেকটি জেলার সভাপতিকে আহ্বান করা হবে। আগামী ১৫ জুন শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহিদ মিনার চলো অভিযান সফল করার জন্য জেলায় জেলায় কংগ্রেসের লক্ষ্য, ভাবনা, দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বেড়েছে তা এখান থেকে জানানো হবে। এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, ‘একমাস ধরে প্রচার চালানো হবে। কংগ্রেস যে বিজেপির মতো সম্প্রদায়িক শক্তিকে পতন করতে পারে কর্ণাটকের নির্বাচন তার জ্বলন্ত উদাহরণ। নতুন ইতিহাস তৈরি করেছে। সেই ইতিহাস বাংলায় করতে চাই।’
কেন হঠাৎ এমন সভার ডাক? একদিকে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভাল ফল করতে চায়। আর অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রস্তুতিও এখান থেকেই শুরু করতে চায়। তাই শহিদ মিনার থেকে দলের নেতা–কর্মীদের বার্তা দেওয়া হবে। আর তা নিয়ে কাজে নামতে হবে কংগ্রেসিদের। এই জনসভা নিয়ে অধীর চৌধুরীর কথায়, ‘বিজেপির মতো সম্প্রদায়িক দলের বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই জয়লাভ করতে পারে। পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচন সেই লড়াই করতে চাই। আগামীদিনে এই পশ্চিমবঙ্গেও তৃণমূলকে পরাজিত করতে কংগ্রেস বিকল্প শক্তি হয়ে উঠতে চলেছে। ১৫ জুন সারা বাংলার মানুষ আসবে। অশুভ শক্তির পতন হবে।’