সামনেই বড়দিনের উৎসব বাংলায়। জনজোয়ার হবে কলকাতার পার্ক স্ট্রিটে। সব রাস্তা যেন ওই দিনগুলোতে মেলে পার্ক স্ট্রিটে। আর সেই উৎসবের দিনে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এজেসি বোস রোড, জওহরলাল নেহেরু রোড আর ক্যামাক স্ট্রিটকে যানজটমুক্ত রাখাটাই এখন পুলিশের কাছে বড় চ্য়ালেঞ্জ। চৌরঙ্গি ক্রশিংয়ে পথচারীদের জন্য ড্রপ গেটেরও ব্যবস্থা করা হয়েছে।এলইডি সিগন্যালেরও ব্যবস্থা করা হচ্ছে। জওহরলাল নেহেরু রোড আর পার্ক স্ট্রিটের ক্রশিংয়ে এই বিশেষ সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। পার্ক স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ক্রশিং ও বিড়লা তারামণ্ডলের কাছেও এই ধরনের এলইডি সিগন্য়ালের ব্যবস্থা করা হবে। জেব্রা ক্রশিংগুলোকে আরও সুস্পষ্ট করা হচ্ছে। পথচারীদের সুবিধার জন্য এগুলি করা হচ্ছে।ফুটপাতগুলি যাতে মসৃন থাকে সেজন্য় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে বড়দিনে আলোর মালায় সেজে ওঠে কলকাতার একাধিক জায়গা। সেক্ষেত্রে আলোকসজ্জার জেরে গাড়়ি চালকদের যাতে সমস্য়া না হয় সেটাও এবার দেখা হচ্ছে।পাশাপাশি অত্য়াধিক ভিড় হলে কিছু পার্কস্ট্রিটগামী গাড়িকে অন্য়দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। জরুরী পরিস্থিতিতেই গাড়িগুলিকে এভাবে ঘুরিয়ে দেওয়া হতে পারে।অন্যদিকে অটো চালকরা যাতে বেপরোয়াভাবে অটো না চালান সেব্যাপারে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অবৈধ পার্কিংগুলিকেও সরাতেও তৎপর পুলিশ।ভিড় নিয়ন্ত্রণ করা, গাড়ি যাতায়াতের পথকে সুগম করার উপর জোর দিচ্ছে পুলিশ। এক্ষেত্রে ভিড়ের পরিস্থিতির উপরেও পুলিশ নজর রাখবে। পুলিশ সূত্রে খবর, ২০ ডিসেম্বর থেকে পার্ক স্ট্রিট এলাকায় ৫০০-৮০০ পুলিশ মোতায়েন করা হবে। নতুন বছর উদযাপন পর্যন্ত ওই এলাকায় ব্য়াপক পুলিশ মোতায়েন করা থাকবে। রেস্তরাঁর বাইরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে।