তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণনগর লোকসভা আসনের প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে সকাল সকাল অভিযান শুরু করল সিবিআই। কলকাতায় মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে হানা দেন সিবিআই তদন্তকারীরা। জানা যাচ্ছে, সংসদের লগইন আইডি দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার মামলায় মহুয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। উল্লেখ্য, সেই মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। (আরও পড়ুন: হিন্দু নারীদের সিঁদুর পরা ধর্মীয় দায়িত্ব, পর্যবেক্ষণ পারিবারিক আদালতের)
আরও পড়ুন: দুর্নীতির 'মাথা' কেজরি, দাবি ইডির, BJP-কে ৪৪ কোটি চাঁদা দেওয়া ব্যবসায়ী রাজসাক্ষী
রিপোর্ট অনুযায়ী, আলিপুরে 'রত্নাবলী' নামক একটি আবাসনে মহুয়া মৈত্র থাকেন। সেখানেই আজ সকাল সকাল পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আবাসনের ন'তলায় ফ্ল্যাট আছে মহুয়ার বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্রের নামে। তদন্তকারী আধিকারিকরা সেখানেই পৌঁছেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, লোকসভ ভোটের মুখে রাজ্যের শাসকদলের নেতা বা তাদের ঘনিষ্ঠদের বাড়িতে পরপর অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের অভিযান চালিয়েছিল আয়কর দফতর। এদিকে সম্প্রতি বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এই আবহে বারবারই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। তবে শাসকদল বিজেপি বরাবরই বলেছে, আইন আইনের পথে চলছে। তৃণমূলের বিরুদ্ধেই পালটা দুর্নীতির অভিযোগে সরব হয়েছে পদ্ম শিবির।
আরও পড়ুন: 'ওরা পরম বন্ধু', ভারত বন্দনায় মুইজ্জু, পকেটে টান পড়তেই নয়া আবদার মলদ্বীপের