বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Call for Bidhansabha Abhijan: মমতার 'ধর্ষণ বিরোধী' বিলের বিরোধিতায় শুভেন্দু? 'পরামর্শ' বিধনসভা অভিযানের
পরবর্তী খবর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই টিএমসিপির মঞ্চ থেকে ধর্ষণ বিরোধী বিল আনার কথা বলেছিলেন। এর জন্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে বলেও জানিয়েছেন মমতা। আবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ বিরোধী সেই বিলের সুজ সংকেতও মিলেছে। তবে এই সবের মাঝেই মমতার প্রস্তাবিত বিশেষ বিধানসভা অধিবেশন নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী যদি এভাবে বিশেষ অধিবেশন ডাকেন, তা নাকি বেআইনি। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ধর্ষণ বিরোধী বিল পেশের জন্যে বিশেষ বিধানসভা অধিবেশন ডাকা হলে 'তুলকালাম' হতে পারে। (আরও পড়ুন: যেমন কথা, তেমন কাজ, আরজি কর কাণ্ডের আবহে ৩ সেপ্টেম্বরই বড় পদক্ষেপের পথে মমতা)