কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তির আবেদন চলছে। কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই বছরের স্নাতক ভর্তি প্রক্রিয়ায় সবথেকে বেশি আবেদন জমা পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৬,৪৭,৫৮৭ টি আবেদন জমা পড়েছে, যা রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: রাজ্যের কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল, কতদিন? জানালেন ব্রাত্য
রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৬০টি কলেজে স্নাতক স্তরের মোট ৭,২২৯টি কোর্সে ভর্তি হতে এখন পর্যন্ত ১৯,৩৬,৩২৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি আবেদন শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। এটি আবারও প্রমাণ করছে যে, রাজ্যের শিক্ষাক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা এখনও রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে আবেদন সংখ্যার দিক থেকে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (২,২৪,৫৩৬টি), বর্ধমান বিশ্ববিদ্যালয় (২,০৪,২৪৮টি) এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় (১,৯৩,৪৭২টি)। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১,৩৯,৯০০টি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে জমা পড়েছে ১,২২,৩৭৫টি আবেদনপত্র।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৯৫,০৯৬টি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫৯,৫১৫টি, সিধো-কানহো-বীরশা বিশ্ববিদ্যালয়ে ৮১,৯৯৮টি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ৭২,৯৭৬টি এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ৫৩,০৩২টি আবেদন জমা পড়েছে। তালিকার একেবারে নীচে রয়েছে নতুন বা অপেক্ষাকৃত ছোট বিশ্ববিদ্যালয়গুলি। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় জমা পড়েছে ৫,২০৭টি আবেদন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ১৫,০১৪টি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৬,২৮৯টি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা যথাক্রমে মাত্র ৭০৮টি ও ৬৪৮টি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে জমা পড়েছে ৩,৭২৮টি আবেদনপত্র।