পরীক্ষার্থীদের ৬ নম্বর দিতে গেলে সে ক্ষেত্রে সিবিআইয়ের কিছু তথ্য প্রয়োজন। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের সেই আর্জি খারিজ করে দিয়েছে। পালটা পর্ষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলে সিবিআই। মামলাটি ওঠে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই
২০১৪ সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুল মামলায় সব পরীক্ষার্থীকে ৬ নম্বর করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৬ টি প্রশ্নের ভুল থাকার কারণে প্রথমে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। ৬ নম্বর দেওয়ার বিরোধিতা করে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার ৬ নম্বর দেওয়া নিয়ে একেবারে নতুন দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আবেদন জানানো হয়েছিল, যে পরীক্ষার্থীদের ৬ নম্বর দিতে গেলে সে ক্ষেত্রে সিবিআইয়ের কিছু তথ্য প্রয়োজন। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের সেই আর্জি খারিজ করে দিয়েছে। পালটা পর্ষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলে সিবিআই। মামলাটি ওঠে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যে টেট সংক্রান্ত সিজার লিস্টের রেকর্ড তাদের প্রয়োজন। তবেই প্রার্থীদের ৬ নম্বর দেওয়া সম্ভব হবে। কিন্তু, বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ সেই আর্জিতে মান্যতা দেয়নি।
উল্লেখ্য, প্রশ্ন ভুল বিষয়টি সামনে আসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস। এরপর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সে ক্ষেত্রে মামলাকারী প্রার্থীদের ৬ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, সেক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থী যাতে সুবিধা পায় সেই দাবি জানিয়ে আবারও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সমস্ত প্রার্থীকে ৬ নম্বর দেওয়ার নির্দেশ দেয়। সেই ৬ নম্বর দেওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের সিজার লিস্ট প্রয়োজন দাবি জানিয়ে মামলা করে পর্ষদ। তাদের দাবি, সিবিআইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য তাদের প্রয়োজন।