তদন্তে প্রাপ্ত অতিরিক্ত তথ্যগুলি কেন উল্লেখ করা হয়নি? সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, মামলাটি গ্রহণের পর মাত্র এক মাসের মধ্যেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর বক্তব্য, চার্জশিটে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা উল্লেখ রয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিচারপতি।
কলকাতা হাইকোর্ট
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় ধৃত পুলিশ অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের অন্তর্বর্তী জামিনের শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শনিবারের সেই মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন ধৃত রত্না সরকারের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সিবিআইয়ের তদন্ত ও চার্জশিট পেশের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
আদালতের প্রশ্ন, তদন্তে প্রাপ্ত অতিরিক্ত তথ্যগুলি কেন উল্লেখ করা হয়নি? সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, মামলাটি গ্রহণের পর মাত্র এক মাসের মধ্যেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর বক্তব্য, চার্জশিটে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তা উল্লেখ রয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিচারপতি। তিনি জানতে চান, কেন এত তাড়াহুড়ো করা হল? পার্টি অফিসে কী ঘটেছিল, সেটাও স্পষ্ট নয়। অভিযুক্তদের নাম খোলসা করে বলা হয়নি কেন? এই প্রশ্নের পাশাপাশি, নিহতের আইনজীবীও সিবিআই তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি জানান, প্রাথমিক চার্জশিটের পরেও পুনরায় তদন্তের সুযোগ থাকলেও পরে আবার একটি রিট পিটিশন দাখিল করতে হয়। তিনি জোর দিয়ে বলেন, এই মামলায় পুলিশ আধিকারিকদের ভূমিকা সন্দেহজনক এবং একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান উপেক্ষা করা হয়েছে।