প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, দরকার হলে ৪২,৫০০ জনের প্যানেলের গোটাটাই বাতিল করে দেব। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। আগামী ১৬ ডিসেম্বর ফের এই মামলার শুনানি।প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতের দ্বারস্থ হয়ে ১৪০ জন অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী দাবি করেন, মোট ৩২ হাজার অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ হয়েছে ২০১৬ সালের প্যানেলের মাধ্যমে। নিয়োগপত্র পাওয়া অনেকের থেকে তাদের নম্বর বেশি হলেও তারা চাকরি পাননি।এই অভিযোগ শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘প্যানেলকে স্বচ্ছ করার যত চেষ্টা করছি তত নতুন নতুন দুর্নীতি বেরোচ্ছে। এরকম চলতে থাকলে ২০১৬ সালের ৪২,৫০০ জনের গোটা প্যানেলই বাতিল করে দেব। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। যেদিন সেই নির্দেশ দেব, সেদিনই এই কথার মানে ব্যাখ্যা করব।’বিচারপতি বলেন, বঞ্চিতরা মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছতে পারেননি বলেই চাকরি পাননি। এই কাজ প্রাথমিক শিক্ষা সংসদের কোনও কর্মীর হতে পারে না। ওপরতলার নির্দেশ না থাকলে এসব করার সাহস সাধারণ কর্মীদের হয় না।এদিন মামলাকারীদের আরও কিছু নথি জমা দিতে বলেছেন বিচারপতি। আগামী ১৬ ডিসেম্বর ফের মামলাটির শুনানির দিন ধার্য করেছেন তিনি।