ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। যুবকের দেহ থেকে কিছু দূরে উদ্ধার হয়েছে তার স্কুটার। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ রাস্তায় স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে যুবকের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের অভিযোগ TMCর বিরুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দিয়েছে’
রুবি মোড়ের কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দেহের পাশ থেকে একটি স্কুটারও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, স্কুটারটি ওই যুবকেরই।
শহরের ব্যস্ত এলাকায় কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা ভাবাচ্ছে স্থানীয়দেরও। তবে তাঁরা জানিয়েছেন, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব