শ্যুটআউটে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের পর একাধিক টুইট করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। টুইটে তিনি বিজেপি নেতাদের সঙ্গে রাজুর দহরমহরমের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন আসানসোলে এলে বিজেপি নেতারা নিহত কয়লা মাফিয়ার হোটেলে উঠতেন। মন্ত্রীর আরও অভিযোগ, রাজু কয়লা মাফিয়াচক্র নিয়ে নানা তথ্য কেন্দ্রকে দিয়েছিলেন। যাঁদের বিরুদ্ধে তিনি তথ্য দিয়েছিলেন তাঁদের অনেকেই এখন বিজেপিতে নাম লিখিয়েছেন।
শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে শ্যুটআউটে খুন হন রাজু। কে বা কারা তাঁকে খুন করছেন তা জানা যায়নি। ঘটনার দিনই রাতে একটি টুইট করেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি লেখেন, 'যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। আইন ভাঙলে আদালতে বিচার হওয়া উচিত। এটা লিখছি কারণ এই রাজু ঝা-কে নিয়েই আজ বিজেপি-র যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় আমার। ঘটা করে রাজুকে বিজেপি-তে যোগদান করিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। আজ এঁরা বলবেন, 'চিনি না'!'
তিনি আরও লিখেছেন,'লক্ষ্মণ বলে একজন 'দুষ্টু' বিধায়ক, যে আসানসোলের সভাপতি হওয়ার জন্য আমার বাড়িতে সকাল থেকে বসে থাকতো, সেই কৈলাশবাবুর আশীর্বাদ মাথায় নিয়ে রাজ্য বিজেপি এবং দিলীপবাবুর সঙ্গে রাজুর ব্যাপারটা 'ব্রোকার'(মধ্যস্থতা) করেছিলেন। আমি ছেড়ে দিতে তাই ৫ লাখি চড় মেরেছে ওদের আসানসোলের জনতা।'
(পড়তে পারেন। রাজুকে ডেকেছিল ইডি, তাই তাঁর মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হল: দিলীপ ঘোষ)