বিটকয়েনে কয়েক লক্ষ টাকা খুঁইয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। হাওড়ার হিরাপুর জিঞ্জিরা ঘাট থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঋণে জর্জরিত হওয়ার কারণে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তার মৃতদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। পুলিশের অনুমান, বেশ কয়েকদিন আগে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। সোমবার হুগলি নদী থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৯ বছর বয়সি ওই ব্যক্তি নিউ আলিপুরের বুড়ো শিবতলার বাসিন্দা। একটি শেয়ার ট্রেডিং কোম্পানির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিটকয়েনে তিনি কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন। ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর থানায় ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা। বন্দর থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিটকয়েনে বিনিয়োগের জন্য ওই ব্যক্তি কয়েক লক্ষ টাকা ঋণ করেছিলেন। দেনার দায়ে তিনি আত্মঘাতী হয়েছেন। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন তারা এ সম্পর্কে কিছুই জানেন না। পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তার বিনিয়োগ সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন তিনি নদীর কাছে গেলেন তাও আমরা জানি না।’ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে রায় বাহাদুর রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং মেয়ে দিল্লিতে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৮ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপরে আর ফিরে আসেননি। তাঁর মোবাইল টাওয়ারের অবস্থান দক্ষিণেশ্বরে পাওয়া গিয়েছিল।এই ঘটনায় পশ্চিম বন্দর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। যদিও পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup