খাওয়ার সময় মটরশুঁটি আটকে গিয়েছিল শ্বাসনালিতে। আর কয়েক মিনিট এদিক-ওদিক হলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। তার আগেই তৎপরতার সঙ্গে খুদের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। এমনটা সম্ভব হয়েছে এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকদের তৎপরতায় নতুন জীবন পেয়েছে ১১ মাসের শিশু।
আরও পড়ুন: বাচ্চার শ্বাসনালীতে পেনের ঢাকনা! অবাক পথে জীবন বাঁচাল বর্ধমান মেডিক্যাল
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা বাসিন্দা ওই শিশু বাড়িতে খাওয়ার সময় আচমকা শ্বাসনালিতে আটকে যায় মটরশুঁটি। এরপর শিশুর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তখন শিশুকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুর শ্বাসকষ্ট হচ্ছিল। তার ঠোঁটে নীল আভা দেখা যাচ্ছিল।
এসএসকেএম হাসপাতালের কান-নাক-গলার বিশেষজ্ঞ চিকিৎসক মৈনাক মৈত্র তড়িঘড়ি শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি জানান, পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে এক্স রে করার পর্যন্ত সময় ছিল না। তখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি শিশুর বাবা-মায়ের কাছে কী হয়েছে, তা জানতে চান। শিশুর বাবা-মা মটরশুঁটি খাওয়ার কথা জানান। তখনই তিনি বুঝতে পারেন, তার শ্বাসনালিতে মটরশুঁটি আটকে গিয়েছে।
দ্রুত শিশুর অস্ত্রপোচারের ব্যবস্থা করা হয়। রিজিড ব্রঙ্কোস্কোপি করা হয়। ফলে শিশুকে দ্রুত বাঁচানো সম্ভব হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ১৫ মিনিট এদিক-ওদিক হলেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হত। মটরশুঁটি আটকে যাওয়ার ফলে শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল। যারফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।