মালদার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুন নিজের পদ হারিয়েছিলেন বাংলাদেশি নাগরিক হওয়ায়। সেই বাংলাদেশি নাগরিক লাভলি এবার কলকাতায় এলেন একুশের সমাবেশে যোগ দিতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে তোপ দাগল বঙ্গ বিজেপি। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই ভিনরাজ্যে বাঙালিদের হয়রানি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তবে এর মধ্যে বহু মানুষের কাছ থেকে আধার কার্ড পাওয়া গেলেও জানা গিয়েছে, সেগুলি ভুয়ো বা ঘুরপথে বেআইনি ভাবে সেগুলি বানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন একুশের মঞ্চ থেকেও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবেন বলে মনে করা হচ্ছে। আর সেই একুশের সমাবেশে তৃণমূলের 'বাংলাদেশি নেত্রী' যোগ দেওয়ায় আক্রমণ শানাল বিজেপি। (আরও পড়ুন: মোদীর কালী ভক্তি নিয়ে প্রশ্ন! 'TMC-র মিথ্যাচার' নিয়ে সরব BJP বলল- 'মা সব দেখছেন')