চট্টগ্রামের খাগড়াছড়িতে হিন্দু মহিলার মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সামনে এল নয়া এক তথ্য। দাবি করা হচ্ছে, নৃশংস ভাবে হত্যা হওয়া সেই প্রৌঢ়ার ছেলে সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক। রিপোর্ট অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সম্প্রতি নাকি খাগড়াছড়িতে মিছিল করেছিল হিন্দুরা। সেই মিছিলের পর থেকেই প্রান্তকে হুমকি দেওয়া হচ্ছিল। তাঁকে হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়াতেও নাকি একের পর পোস্ট করেছিল মৌলবাদীরা। (আরও পড়ুন: 'পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব…', ৪ দিনে কলকাতা দখলের 'হুংকারের' জবাব তথাগতর)
আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...
প্রসঙ্গত, চট্টগ্রামের খাগড়াছড়িতে চুমকি রানি দাস নামক এক মহিলা খুন হন সম্প্রতি। তাঁর ছেলে প্রান্ত দাসের থেকে বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার টাকা ধার নিয়েছিলেন প্রতিবেশী যুবক মহম্মদ রাসেল। বছর ২০-র রাসেল পেশায় একজন অটো চালক। রাসেল নাকি প্রান্তকে ধারের টাকা ফিরিয়ে দেয়নি। উলটে বেশ কয়েকজন মিলে প্রান্তর মা চুমকিকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে সন্দেহের তির রয়েছে রাসেলের দিকেই। রিপোর্টে জানা গিয়েছে, চুমকি রানি দাসের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। চুমকিদেবীকে খুনের পর আততায়ীরা তাঁর গায়ে থাকা গয়নাও চুরি করে নেয়। জানা যায়, চুমকি দাসের কানের দুল থেকে শুরু করে গলায় থাকা নেকলেস, সবই চুরি করেছে দুষ্কৃতীরা। পুলিশ এখন এই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ মনে করছে, ধারের টাকা ফেরাতে না পেরে এই কুকর্মের ছক কষেছিল রাসেল। (আরও পড়ুন: দামাস্কাস দখলের পথে বিদ্রোহীরা, সিরিয়ার রাজধানী ছাড়লেন আসাদ)