গত ১০ বছর ধরে যাতায়াত করছিল পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আবিদুর রহমান। ২০১৭ সালে ভুয়ো ভারতীয় নথিও বানিয়ে ফেলেছিল সে। এমনকী গত ১ বছর ধরে পাকাপাকিভাবে ভারতে বসবাস করে ওই যুবক। ধৃতকে জেরা করে এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, ধৃত আবিদুর নিজেকে কাপড়ের ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছে। বাংলাদেশ থেকে পাইকারি কাপড় এনে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্রি করত সে। সেই সূত্রে গত ১০ বছর ধরে বৈধভাবে ভারতে যাতায়াত করছিল অভিযুক্ত বাংলাদেশি নাগরিক। গোয়েন্দাদের আবিদুর জানিয়েছেন ২০১৭ সাল থেকে ভারতের স্থায়ী নাগরিক হওয়ার চেষ্টা শুরু করে সে। ওই বছরই বারাসতের এক ব্যক্তির মাধ্যমে জাল আধার ও প্যান কার্ড বানায় অভিযুক্ত। ২০২৩ সাল থেকে স্থায়ী ভাবে কলকাতায় থাকতে শুরু করে সে। তবে কোনও ঠিকানায় ২ - ৩ মাসের বেশি থাকত না ধৃত যুবক। দ্রুত ঠিকানা বদলে ফেলত সে। কেন সে এভাবে ঠিকানা বদলাত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন স্ট্রিট থেকে আবিদুর রহমান নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ দল। তার পর থেকে ধৃতকে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা। গোয়েন্দারা জানাচ্ছেন, ভারতের স্থায়ী নাগরিক হওয়ার পরিকল্পনা ছিল ধৃতর। সেজন্য মোটা টাকা খরচ করে ভুয়ো নথি বানিয়েছিল সে। কার কাছ থেকে সে ভুয়ো নথি বানাল। এই নথির সঙ্গে ভুয়ো নথিকাণ্ডে বারাসত থেকে সমরেশ বিশ্বাস ও তাঁর সহযোগীদের কোনও যোগ রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে।