বাংলাদেশি জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত আরও এক জঙ্গিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। অভিযান চালিয়ে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার শেখ নামে এক যুবককে। ধৃত যুবক পেশায় রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। কাঁকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহকে জেরা করে তার নাম জানতে পেরেছেন গোয়েন্দারা।
আরও পড়ুন - বিহারে প্রশ্নফাঁসে বাংলা থেকে গ্রেফতার ৩, যোগ থাকতে পারে নিট দুর্নীতিরও
পড়তে থাকুন - মনে রাখতে হবে পৃথিবীটা গোল, শপথ জটিলতা নিয়ে বিমানকেই দুষলেন শুভেন্দু
বেঙ্গল STF সূত্রে জানা গিয়েছে, হাবিবুল্লাহের সঙ্গে হাত মিলিয়ে যুবকদের চরমপন্থায় মগজধোলাই করত আনোয়ার শেখ। দুজনেই ‘শাহাদত’ জঙ্গি মডিউলের সদস্য। বিভিন্ন সময় ভিনরাজ্যে কাজে যেত সে। সেখানেও মুসলিম যুবকদের মধ্যে চরমপন্থার বিষ ঢোকানোর চেষ্টা করত এই যুবত। হাবিবুল্লাহকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন তার নির্দেশেই কাজ করত আনোয়ার। হাবিবুল্লাহ গ্রেফতার হওয়ার পরদিনই চেন্নাই পালায় সে। সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দেয়। খবর পেয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা গিয়ে তাঁকে চেন্নাই থেকে গ্রেফতার করেন।
শনিবার সকালে মঙ্গলকোটে আনোয়ার শেখের বাড়ি গিয়ে দেখা যায় হতদরিদ্র পরিবারে রোজ ঠিক করে হাঁড়ি চড়ে না। অবিন্যস্ত গেরস্থালি। স্বামীর গ্রেফতারির খবরে আতঙ্কে কাঁপছেন স্ত্রী। বললেন, ‘চেন্নাইয়ে গেছিল। কাজকর্ম ঠিকঠাকই চলছিল। কাল ফোন করে বলল পুলিশে ধরেছে।’
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক করেছিলে, সেই স্কুলের প্রধান শিক্ষিকার কাছেই এল ছাত্রীদের নগ্ন ছবি
এই নিয়ে ‘শাহাদত’ মডিউলের ৩ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। হাবিবুল্লাহ, আনোয়ার ছাড়াও হারেজ শেখ নামে নবদ্বীপের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হারেজের পরিবারের দাবি, তাঁর মস্তিষ্কে অস্ত্রপোচার হয়েছে। সে সুস্থ নয়। তাঁর মানসিক সমস্যাও রয়েছে।