কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে লোকসভা ভোট পর্ব। আর ভোট মিটতেই সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঘোরাফেরা করছে। যেখানে বলা হচ্ছে, তৃণমূলের তরফে বিনামূল্যে মোবাইল রিচার্জের ব্যবস্থা করা হয়েছে। আর তার জন্য একটি লিঙ্কও সরবরাহ করছে করা হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করে রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ বার্তায়। অনেকেই সেই প্রলোভনে পা দিচ্ছেন, আবার অনেকেই সেই মেসেজ বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের ফরোয়ার্ড করছেন। তবে লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হয়ে যান। কারণ তার মধ্যে লুকিয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। এই মেসেজ নিয়ে এমনই সতর্কবার্তা দিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন: শেয়ারে বিনিয়োগ করার নামে প্রতারণার শিকার জয়েন্ট বিডিও, খোয়া গেল ৩ লাখ
যে মেসেজটি হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে রিচার্জের কথা বলা হচ্ছে। তাতে লেখা রয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত বাংলার বাসিন্দাদের জন্য বিনামূল্যে ২৩৯ টাকার ২৮ দিনের ফ্রি রিচার্জের ব্যবস্থা করা হয়েছে। যাতে ২০২৪- এর লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে এবং বারবার তৃণমূল সরকার গঠিত হতে পারে। আমিও এ থেকে শিক্ষা নিয়েছি। ২৮ দিনের রিচার্জ হয়ে গিয়েছে। আপনিও এখন এই লিঙ্কে ক্লিক করে রিচার্জ করতে পারেন।’
তাতে ফ্রি রিচার্জের শেষ দিন বলা হয়েছে আগামী ২৯ অক্টোবর। এরজন্য দেওয়া ওয়েবসাইটটি হল-westbengalfreerecharge.blogspot.com। আপাতভাবে এই হোয়াটসঅ্যাপ বার্তাটিকে দেখে তৃণমূলের ভোট প্রচারের কৌশল বলে মনে হতে পারে অনেকেরই। আবার এটাও মনে হতে পারে, যিনি বার্তাটি পাঠিয়েছেন তিনি বিনামূল্যে রিচার্জ সফলভাবে করেছেন। ফলে এর পিছনে যে প্রতারণা ফাঁদ লুকিয়ে থাকতে পারে, তা নিয়ে অনেকেরই ধারণা নাও থাকতে পারে। তাই নিয়ে কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হয়েছে।