অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেইকি করার ঘটনায় গ্রেফতার হওয়া রাজারাম রেগের পাঁচজন 'লিঙ্কম্যান' আছে কলকাতায়। এবার সেই লিঙ্কম্যানদের খোঁজে তদন্ত শুরু করল লালবাজারের গোয়েন্দারা। উল্লেখ্য, পুলিশ জানতে পেরেছে যে রাজারামের সঙ্গে আন্তর্জাতিক স্তরের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাজারাম কলকাতায় এসেছিল ২ দিনের জন্যে। এই সময়কালের মধ্যে সে অভিষেকের বাড়ি এবং অফিসে রেইকি চালিয়েছিল বলে অভিযোগ। তবে এছাড়াও রাজারাম কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে থাকাকালীন পাঁচজন লিঙ্কম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: সামরিক বাজেটে চিন থেকে বহু হস্ত পিছিয়ে ভারত, পাকিস্তান কত নম্বরে জানেন?)
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত', মমতার 'মৃত্যু কামনা' করে ফের বিতর্কে দিলীপ
অভিযোগ, মুম্বই হামলার আগে ডেভিড হেডলির সঙ্গে রেইকি করেছিল এই রাজারাম। ডেভিড নিজে সেই কথা বলেছিল। এই আবহে কলকাতা পুলিশের গোয়েন্দাদের দাবি, মুম্বই হামলার রেইকির ধাঁচেই অভিষেকের বাড়ি ও অফিসে রেইকি চালায় রাজারাম। জানা যায়, গত ১৮ এপ্রিল মুম্বই থেকে কলকাতা এসেছিল রাজারাম। শহরে এসে নিউ মার্কেট এলাকায় এস এন ব্যানার্জি রোডের এক হোটেলে ছিল রাজারাম। সেই হোটেলের তিনতলায় ২০৮ নম্বর রুমে নাকি ছিল রাজারাম। সেই ঘরের দৈনিক ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা। হোটেলে চেক-ইন করার সময়ই দু'দিনের জন্য ৭ হাজার টাকা রাজারাম দিয়েছিল হোটেল কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: 'মানুষের চাকরি যাচ্ছে… আর তিনি ফুর্তি করছেন', SSC রায় নিয়ে অভিজিতকে তোপ দেবাংশুর