বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee on 21st July: 'জয় শ্রী রাম বর্জন করিয়েছি, ছাব্বিশের পরে জয় বাংলা বলাব', BJP-কে চ্যালেঞ্জ অভিষেকের
পরবর্তী খবর
ভোটার আইডি ইস্যুতে লড়াই করতে গিয়েই ৩২ বছর আগে প্রাণ হারিয়েছিলেন যুব কংগ্রেসের ১৩ জন। সেই দিন উপলক্ষেই ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। আর সেদিনই অভিষেক ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে সতর্ক করলেন তৃণমূল কর্মী-সমর্থকদের। এদিন অভিষেক বললেন, 'বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক স্লোগান নয়। সেটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, ওরা বাংলাবিরোধী।' (আরও পড়ুন: 'বাংলা ভাষার ওপর সন্ত্রাস', কাগজ তুলে ধরে ডিটেনশন ক্যাম্প নিয়ে বিস্ফোরক মমতা)