ভোটের ঢাকে এখনও ঢাকের কাঠি পড়েনি। কিন্তু সংগঠনের ভিত শক্ত করতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৮ অগস্ট বিকেলে ফের বড়সড় ভার্চুয়াল বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৪ হাজারেরও বেশি নেতা-কর্মীকে একসঙ্গে এই ভার্চুয়াল বৈঠকে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: পহেলগাঁওয়ে হামলার ঘটনায় এখনও পর্যন্ত জঙ্গিদের নিয়ে কোন প্রশ্ন অভিষেকের
দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচু তলার সংগঠক, সকলকেই থাকতে বলা হয়েছে ওই বৈঠকে। জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ, মেয়র, ডেপুটি মেয়র, পুরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যান-সহ সমস্ত জনপ্রতিনিধি, শাখা সংগঠনের নেতা এবং রাজ্য কমিটির সদস্যরা এই মিটিংয়ে উপস্থিত থাকবেন। এমনকি কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদেরও যোগ দেওয়ার বার্তা পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে নেতাজি ইন্ডোরে দলীয় মহাসম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন। একই এপিক নম্বর ব্যবহার করে একাধিক রাজ্যে ভুয়ো ভোটার তত্ত্ব তুলে ধরেছিলেন তিনি। এরপর থেকেই সংগঠন জুড়ে শুরু হয়েছে ভোটার যাচাইয়ের নির্দিষ্ট কর্মসূচি। সেখানে পরামর্শদাতা সংস্থা আইপ্যাকও যুক্ত।
বর্তমানে নির্বাচন কমিশন রাজ্যে বিশেষ সমীক্ষা ও এসআইআর সংক্রান্ত মহড়া শুরু করতেই তৃণমূলের সংগঠনও তৎপর হয়ে উঠেছে। তৃণমূল সূত্রে খবর, সেই কাজ কী প্রক্রিয়ায় হবে, সেই বিষয়েই নির্দেশ দিতে পারেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দলের অভ্যন্তরে জনসংযোগ আরও মজবুত করতে এবং বুথ স্তরে ভোটার তালিকা বিশ্লেষণের পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক।