ট্যাংরায় একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় নিহতদের পারিবারিক কারখানার শ্রমিকদের বস্তব্যে পাওয়া গেল সূত্র। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই মন্দা চলছিল দে পরিবারের কারবারে। তবে পুজোর পর থেকে তা চরম আকার নেয়। যার ফলে কাজ পাচ্ছিলেন না বহু শ্রমিক।
আরও পড়ুন - জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব
পড়তে থাকুন - ওসিকে পিটিয়ে গ্রেফতার আরেক ওসি, চাঞ্চল্য পুলিশমহলে
ট্যাংরায় নিহতদের পরিবারের রয়েছে চামড়ার দস্তানার কারখানা। ট্যাংরার ২১ নম্বর শীল লেনের সেই কারখানায় এক সময় দম ফেলার সময় পেতেন না শ্রমিকরা। তেমনই এক শ্রমিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দে পরিবারের চামড়ার দস্তানার ব্যবসা অনেক পুরনো। বর্তমান মালিকদের বাবার সময় থেকে চলছে এই কারবার। তবে ব্যবসা গত কয়েক বছর ধরে ব্যাবসা ভালো যাচ্ছিল না প্রসূন ও প্রণয়ের। বিশেষ করে করোনার পর থেকে চাহিদা কমতে থাকে। পুজোর পর থেকে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। চাহিদা এতটাই কমে যায় যে কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়। যার ফলে অনেক শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছিলেন না।
আরও পড়ুন - স্কুলের মধ্যে ২ ছাত্রের মারামারি, সহপাঠীর ঘুসিতে মৃত্যু হল ১ জনের