ভোটের ফলাফল বেরিয়েছে। প্রত্য়াশার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। এনিয়ে হতাশা গ্রাস করেছে গেরুয়া শিবিরকে। পরিস্থিতির আরও কতটা অবনতি হতে পারে সেটা বোঝা যাচ্ছে না। তার মধ্য়েই এবার বিজেপির রক্তচাপ আরও বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এখন বিজেপির সাংসদ ২৪০। ইন্ডিয়ার সাংসদ সংখ্য়া ২৩৭। তিনজন এলে বিজেপি হয়ে যাবে….। আর ইন্ডিয়া হয়ে যাবে ২৪০।
সাকেত লিখেছেন, তিনজন বিজেপি সাংসদ বাংলার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এবার একটা শীঘ্রই ভালো চমক আসছে। মোদীর অস্থায়ী কাঠাবো বেশি দিন টিকবে না।
তবে কোন তিনজন বিজেপি এমপি যোগাযোগ রাখছেন তা তিনি লেখেননি। তবে এসবের মধ্য়েই বিজেপির অন্দরে টেনশন ক্রমশ বাড়ছে। কারণ ভোটে জিতে যাওয়ার পরে বিজেপির বিধায়কদের মধ্য়ে কয়েকজন অতীতে তৃণমূলে গিয়েছে এমন অনেক নজির রয়েছে। এবার যদি এমপিও চলে যায় তাহলে তো আরও ফাঁকা হয়ে যাবে বিজেপি।
একে তো ভোটের খারাপ ফলাফলের পর থেকে বিজেপির অন্দরে নানা কথা উঠছে। খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষই দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন। আবার এমপি হওয়ার পরেই সৌমিত্র খাঁ বলতে শুরু করেছিলেন তাঁর মন্ত্রী হওয়ার ইচ্ছার কথা। এসবের মধ্য়ে আবার নতুন চমকের কথা বলছেন সাকেত গোখলে।