Indian Railways: কেন এবার ক্যামেরা লাগানো বিশেষ পোশাক পরবেন রেলকর্মীরা?
1 মিনিটে পড়ুন Updated: 23 Nov 2024, 04:17 PM ISTরেলের এক বিশেষ কাজের সময় কর্মীদের পোশাকে লাগানো থাকবে ক্যামেরা, ফোকাসে নিরাপত্তা।

রেলের এক বিশেষ কাজের সময় কর্মীদের পোশাকে লাগানো থাকবে ক্যামেরা, ফোকাসে নিরাপত্তা।
দুর্ঘটনার সম্ভাবনা কমাতে, বা দুর্ঘটনা যদি ঘটেও যায়, তাহলে তাতে রেলের কর্মীদের গাফিলতি রয়েছে কি না, তা জানতে এবার নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এবার থেকে ইন্টারঅ্যাকটিভ রিমোট মনিটারিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই শান্টিংএর কাজ দেখা যাবে। কেমনভাবে হবে এই কাজ?
প্রযুক্তিগত দিক:-
ট্রেনের দুর্ঘটনা যে সবসময় তীব্র গতিতে চলার সময়ই ঘটে যায়, তা নয়। গতি কম থাকলেও ট্রেন অনেক সময় পরিস্থিতির বিচারে বেলাইন হতে পারে। এদিকে, একলাইন থেকে অন্য লাইনে ট্রেন তোলার ক্ষেত্রে অর্থআৎ রেলের পরিভাষায় যাকে শান্টিং বলা হয়, সেই শান্টিংএর সময় কাজের কোথাও ভুল হচ্ছে কি না, তা দেখার জন্য শান্টিংর দায়িত্বে থাকা রেলকর্মীদের পোশাকে এবার থেকে রাখা হবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এদিকে, প্রশ্ন থাকতে পারে, যদি ক্যামেরা অফ হয়ে যায়? তারও রয়েছে জবাব। ক্যামেরা যাতে সহজে অফ না হয়, তার জন্য তার সঙ্গে থাকবে পাওয়ার ব্যাঙ্ক। এই ক্যামেরা ডঙ্গলের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকবে। ফলে গ্রাউন্ডে কী হচ্ছে শান্টিং এর সময়, তা কন্ট্রোল রুমে বসে রেল কর্তারা সরাসরি দেখতে পাবেন।
সুবিধা কী?
এরফলে শান্টিং টিমের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের নির্দেশও দিতে পারবেন রেলকর্তারা। নজরদারির ফাঁক ফোঁকর যাতে না থাকে, তার জন্য, তার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। রেলের সুপারভাইজাররা, ট্রাফিক ইনসপেক্টররা মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখতে পাবেন শান্টিংএ কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না। ফলে সুবিধা বলতে, এই পদ্ধতিতে ২৪ ঘণ্টাই শান্টিং-এ নজর রাখা যাবে।
ইন্টারঅ্যাকটিভ রিমোট সিস্টেম
শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি জায়গায় এই ইন্টারঅ্যাকটিভ রিমোট সিস্টেমের নজরদারি নিয়ে তৈরি হয়েছে পাইলট প্রজেক্ট। রেল বলছে, যেখানে যেখানে রেলকর্মীরা হাতে হাতল ঘুরিয়ে পয়েন্ট বদল করে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে তুলতে হয় ট্রেন, সেখানে নজরদারি বাড়ালে দুর্ঘটনার আশঙ্কা কম হবে। সেই জায়গা থেকে এই পদ্ধতি নিয়ে কাজের তালিকায় রয়েছে নৈহাটি, রানাঘাট, চিৎপুর ইয়ার্ড সহ বহু স্টেশন।
৳7,777 IPL 2025 Sports Bonus