মামলা ছিল নাবালিকাকে ধর্ষণের অভিযোগের। অভিযোগ, এক প্রতিবেশী এই ঘটনায় জড়িত। ঘটনায় এই অভিযুক্ত জামিনের জন্য মামলা আসে হাইকোর্টে। সেখানে বিচারপতি কেস ডায়েরি সহ তদন্তের নথি চেয়ে পাঠান পুলিশের কাছে। মামলার সেই নথি দেখেই স্তম্ভিত হয়ে যান বিচারপতিরা। প্রশ্ন উঠতেই পারে কী দেখে স্তম্ভিত হন বিচারপতিরা? সেই তথ্যেই আসা যাক।
যে নথি আদালতে এসেছে, তা দেখে আদালতের ভর্ৎসনা থেকে বাদ যাননি সংশ্লিষ্ট থানার আইসি ও তদন্তকারী অফিসার। কোর্টের বক্তব্য এই দুই অফিসার হাইকোর্টের কাছে নথি চেয়ে পাঠানোর আগে খতিয়ে পড়ে দেখার কাজ টুকুও করেননি। জানা গিয়েছে, নথি দেখে আদালত জানতে পেরেছে, ৭ বছরের এই নাবালিকাকে পুলিশি নিরাপত্তা ছাড়াই, তার মায়ের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। তবে আরও আশ্চর্যের ঘটনা হল, নাবালিকার মেডিক্যাল টেস্টের সঙ্গেই তার মায়েরও ওই একই টেস্ট করেন ফরেন্সিক ডাক্তার। এই ঘটনার জেরে ওই ফরেন্সিক চিকিৎসককে তলব করেছে হাইকোর্ট।
( Serial Killer Arrest: এক মাসে ৫ খুন, ধর্ষণ! ২০০০ CCTV ফুটেজ হাতিয়ার করে অভিযুক্তকে পাকড়াও বাংলা সহ ৬ রাজ্যের পুলিশের)
( Shani Shukra Ardha Kendra Yog: শনিদেব এবার শুক্রের সঙ্গে মিলে তৈরি করছেন অর্ধকেন্দ্র যোগ! ৫ ডিসেম্বর থেকে লাকি রাশি বহু)