পুরুলিয়ার ঝলদার পর এবার বিতর্কে জড়ালেন রঘুনাথপুর থানার আইসি। রঘুনাথপুরের যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল। এই হামলার ঘটনায় রঘুনাথপুর থানার আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রঘুনাথপুরের যুব তৃণমূলের শহর সভাপতি পিন্টু মাঝির অভিযোগ, প্রথমে রাতে রঘুনাথপুর থানার আইসি তাকে ফোন করে হুমকি দেন এবং তার পরে তার বাড়িতে হামলা চালানো হয়।
পিন্টু মাঝির অভিযোগ, এলাকায় বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম চলছে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে থানার আইসি। এই অসামাজিক কাজের প্রতিবাদ করার জন্য এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকেদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলা চালানোর ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন যুব তৃণমূল সভাপতি এবং তার পরিবারের সদস্যরা। এই ঘটনার পরে রঘুনাথপুর এসডিপিও’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই যুব তৃণমূল নেতা।